ফেসবুক সিকিউরিটি শক্তিশালী করার উপায় - Smile Bangla

 শিরোনাম: ফেসবুক সিকিউরিটি শক্তিশালী করার উপায় 

আসসালামু আলাইকুম,

আমরা কমবেশি সবাই ফেসবুক ব্যবহার করি। সময় কাটানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই ফেসবুক। আজকের পোস্টে আমরা জানতে পারবো কিভাবে ফেসবুক সিকিউরিটি শক্তিশালী করতে হয়, ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে।



Secure your Facebook account


বর্তমান সময়ে আমাদের সময় কাটানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী প্রতি মাসে ৩.০৫ বিলিয়ন মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছিল। এরমধ্যে আপনিও একজন। বর্তমানে এই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও। এখানে আমরা আমাদের আবেগ, অনুভূতি শেয়ার করে থাকি। এবং আমাদের ব্যক্তিগত অনেক তথ্য ফেসবুকে প্রকাশ করে থাকি। যদি কোন কারণে বা কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলে তাহলে সে আপনার অ্যাকাউন্ট দিয়ে অনৈতিক কাজকর্ম করতে পারে। এতে আপনি হেনস্তার মধ্যেও করতে পারেন। এমন অনেক ঘটনা রয়েছে। যেমন কিছুদিন আগে আমার এক সুপরিচিত আঙ্কেলের একটি পুরাতন ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু তিনি অনেক চেষ্টা চালিয়েও আইডি টি উদ্ধার করতে পারেননি। কিছু মাস কোন সমস্যা না হলেও হঠাৎ করে সেই আইডি থেকে নানা রকম খারাপ ভিডিও এবং অশ্লীল ছবি প্রকাশ করতে থাকে দোষ চক্রকারী লোকটি। তাই আপনিও যেন এরকম সমস্যা না পারেন এজন্য আপনার ফেসবুক আইডির সুরক্ষা নিশ্চিত করুন।

ফেসবুক সুরক্ষিত রাখতে আপনি এই কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন:


ফেসবুক হ্যাক হলে করণীয়

শক্তিশালী পাসওয়ার্ড:

আপনি যেহেতু একটি ফেসবুক একাউন্ট করেছেন সে তো অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হয়েছে আপনি আপনার পাসওয়ার্ডটি এমনভাবে দিন যেন সেটা কেউ সহজে অনুমান করতে না পারে।

তাই অক্ষর+সংখ্যা+সিম্বল/প্রতীক দিয়ে আপনার পাসওয়ার্ডটি তৈরি করুন।

যেমন: example123# 

এবং এটি কখনো কারো সাথে শেয়ার করবেন না।


Two-Factor Authentication


Two factor authentication একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এ পদ্ধতি ব্যবহার করলে আপনার একাউন্ট সুরক্ষায় শক্তিশালী হয়ে যাবে। এছাড়া আপনি যদি কখনো আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে এর মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডটি Forget করে নিতে পারবেন।

এই ফিচারটি চালু করার জন্য প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।

তারপর সেটিং অপশনে যান সেখানে গিয়ে two factor authentication অপশনটি সিলেক্ট করুন। এবং আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে ফেলুন।


থার্ড পার্টি ওয়েবসাইটে ফেসবুক ব্যবহার না করুন।


বর্তমানে অনেক ওয়েবসাইটে সাইনআপ করার জন্য ফেসবুকের information যাওয়া হয়। তাই সন্দেহজনক ওয়েবসাইটে আপনার তথ্য দেওয়া থেকে বিরত থাকুন কারণ এতে আপনার নানা রকম তথ্য চুরি হয়ে যেতে পারে।


সজ্ঞানে থাকুন:


অনেক সময় বিভিন্ন প্রকার ফেসবুক পেজ বা গ্রুপে নানা রকম লিংক আমাদের সামনে আসে। অনেক আকর্ষণ মূলক সেসব লিংকে প্রবেশ করবেন না। কারণ এসব লিংকে প্রবেশ করে আপনাকে কোন থার্ড পার্টি ওয়েবসাইটে প্রবেশ করিয়ে দিবে। বা আপনার ফোনে কোন ম্যালওয়্যার বা ভাইরাস প্রবেশ করিয়ে আপনার ফোনের যাবতীয় তথ্য চুরি করে নিয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে যত্নশীল হোন।


এই সাধারিতা মেনে চললে আপনি ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সহায়ক হতে পারেন।



বন্ধুরা ফেসবুকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হোওয়ার জন্য আমরা নানা রকম আবেগ অনুভূতি এখানে প্রকাশ করে থাকি। এই সামাজিক মাধ্যমে যেমন বড়রা রয়েছে তেমনি শিশুরা রয়েছে। তাই আপনার শেয়ার করা তথ্যটি যেন কারো স্বাধীনতা বা কোন ব্যক্তিকে কষ্ট না দেয় সেদিকে যত্নশীল হবেন।




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.