মিস্টার বিস্ট কত টাকার মালিক? তিনি বছরে কত টাকা ইনকাম করেন?
আসসালামুআলাইকুম। বর্তমান বিশ্বে একজন আলোচিত ইউটিউবার হচ্ছেন মি বিস্ট। তিনি একজন আমেরিকান ইউটিউবার। আজকে আমরা মি: বিস্ট কত টাকা আয় করেন, কবে থেকে ইউটিউব শুরু করেছেন, এখন তিনি কত টাকার মালিক, এসকল কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো।
Mr Beast সম্পর্কে
Mr Beast নামটি হয়তো আপনাদের অনেকের কাছে পরিচিত মনে হতে পারে। আর হবে নাই বা কেন তিনি হলেন বিশ্বের এক নম্বর একক ইউটিউবার। আপনি হয়তো কখনো ফেসবুক বা youtube এ স্কলিং করার সময় তার কনটেন্ট দেখে থাকবেন। তিনি নানারকম ব্যয়বহুল স্ট্যান্ড ভিডিও করে থাকেন। সারা বিশ্বে তার জনপ্রিয়তা এত বেশি যে তাকে একটা অনন্য পর্যায়ে নিয়ে গেছে। ২০২৪ সালের জানুয়ারি মাসের এসব মত তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা 235 মিলিয়নে পৌঁছেছে। একক ইউটিউবার হিসেবে তার কাছে তো দূরের কথা তার ধরাছোঁয়ার বাইরেও কেউ নেই। তিনি হলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সাবস্ক্রাইব অর্জনকারী ইউটিউবার। তার থেকে বেশি শুধু ভারতীয় প্রতিষ্ঠান T-series এর সাবস্ক্রাইবার বেশি রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী T Series এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ২৫৮ মিলিয়ন। যা ইউটিউবে সর্বোচ্চ subscriber ইউটিউব চ্যানেল।
Mr Beast ২০১২ সালে YouTube শুরু করেন। তার অসাধারণ ব্যয়বহুল স্ট্যান্ড ভিডিওগুলো রাতারাতি সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। এবং দর্শক মনে জায়গা করে নেয়। তা সাফল্যের অন্যতম কারণ হচ্ছে তিনি তার ভিডিওতে বিপুলসংখ্যক অর্থ মানুষকে দান করে থাকেন। Mr beast যখন ইউটিউবে কোন ভিডিও আপলোড করেন সেটা কয়েকশো মিলিয়ন পর্যন্ত ভিউস হয়। তার প্রতিটি ভিডিও কয়েকটি ভাষায় প্রকাশ পায়। Mr Beast এর ইউটিউবে আপলোড করার প্রথম ভিডিওটি ছিল একটি Minecraft গেমের ভিডিও। ভিডিওটি বর্তমানে একুশ মিলিয়ন ভিউ হয়েছে।
The squid game নামের বহুল জনপ্রিয় ওয়েব সিরিজ তিনি বাস্তবে করে দেখিয়েছেন। সিনেমার মতোই তিনি বাস্তবে এই গেমটি উপস্থাপন করেছেন। আর এই বাস্তব গেমের ভিডিওটি তার ইউটিউবের সর্বোচ্চ ভিউজ ভিডিও। ভিডিওটি ৫৬৬ মিলিয়ন ভিউজ অর্জন করে নেয় ইউটিউব থেকে(Jan-24)।
এবং winer ব্যক্তিকে যথেষ্ট পরিমাণ অর্থ উপহার দিয়েছেন।
মিস্টার বিস্ট বছরে কত টাকা আয় করেন?
আপনি অবাক হবেন যে তিনি প্রতিবছর youtube থেকে প্রায় 82 মিলিয়ন ডলার অর্থ উপার্জন করেন শুধুমাত্র ইউটিউব থেকে। এছাড়া তার অন্যান্য আয়ের মাধ্যম হচ্ছে তার নিজস্ব ব্র্যান্ড Mr beast থেকে তাই করে থাকেন। এছাড়া স্পন্সরশিপ এবং বিভিন্ন প্রোগ্রামে এটেন্ড করার মাধ্যমে তিনি যেমন অর্থ উপার্জন করেন তেমনি তিনি তার ভক্তদের সাথে সময় কাটাতে পারেন।
মিস্টার বিস্ট বিশাল অংকের অর্থ উপার্জন করলেও তিনি তার আয়ের বড় একটা অংশ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের দান করে থাকেন। তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করে থাকেন এবং এগুলোর ভিডিও করে ইউটিউবে প্রকাশ করেন।
Mr beast এক বার্তায় বলেন “তিনি মারা যাওয়ার সময় তার ব্যাংক অ্যাকাউন্টে শূন্য অর্থ রেখে যেতে চান।”
তার এই কথায় অসাধারণ মহত্ত্ব এবং দানশীলতার প্রকাশ পায়। তার এই অসাধারণ ভালো কাজের জন্যই তিনি আজকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন।
মিস্টার বিস্ট এর কতগুলো ইউটিউব চ্যানেল?
Mr beast এর এই চ্যানেলটি ছাড়াও আরো কয়েকটি youtube চ্যানেল রয়েছে। যেগুলোতে তিনি বিভিন্ন কোয়ালিটির ভিডিও আপলোড করে থাকেন।
যেমন তার আরও কয়েকটি চ্যানেল হলো: Mr beast gaming, beast react, Mr Beast 2, beast philanthropy.
মিস্টার বিস্ট কত টাকার মালিক?
মিস্টার বিষ্ট একমাত্র ব্যক্তি যিনি একজন আমেরিকান ইউটিউবার হয়েও Forbes magazine এর বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্য স্থান পেয়েছেন। আমেরিকান বড় বড় নেতা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা রয়েছেন একই লিস্টে।
২০২৩ সালের হিসাব অনুযায়ী মিস্টার বিস্ট এর বর্তমান সম্পদের মূল্য প্রায় $৫০০ মিলিয়ন ডলারের উপরে।(source- google)
শেষ কথা
এতক্ষণ আমাদের সাথে থেকে পোস্টটি পাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন অনেক অসাধারণ অসাধারণ পোস্ট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সব সময় আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। যদি কোন তথ্য ভুল পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো। আমরা যথা সম্ভব সংশোধন করার চেষ্টা করব।
বিঃদ্রঃ এই পোষ্টের সকল তথ্য নানা রকম গুগলের সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে।