শিরোনাম: “আগামী এডুকেশন ফাউন্ডেশনে” চাকরি।
চাকরির খবর
৮ ফেব্রুয়ারি ২০২৪ এইচ আর এবং এডমিন ম্যানেজার পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে “আগামী এডুকেশন ফাউন্ডেশন” । নানা রকম সুযোগ সুবিধার পাশাপাশি থাকছে আকর্ষণীয় বেতন ভাতা। আপনার যদি নিচে দেওয়া যোগ্যতা গুলো থেকে থাকে তাহলে এখুনি আবেদন করতে পারেন। সম্পূর্ণ অনলাইনে চাকরির আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোন প্রকার ফি দিতে হবে না। আবেদন করার জন্য বিডিজবস এর ওয়েবসাইটে লগইন করুন অথবা আবেদন করার মাধ্যম নিচে দেওয়া আছে।
এক নজরে আগামী এডুকেশন ফাউন্ডেশনের ২০২৪ সালের চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
বেসরকারি চাকরি
পদবি: এইচ আর এবং এডমিন ম্যানেজার
কর্মস্থল: ঢাকা
বেসরকারি চাকরি
বেতন: ৪৫০০০-৫০০০০ টাকা (মাসিক)
আবেদন করার শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
শিক্ষাগত যোগ্যতা : MBA In Human resource অথবা MBA In Public Administration
আরো বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে বা চাকরির জন্য আবেদন করতে নিচে দেওয়া Bdjobs এর লিঙ্কের মধ্য ক্লিক করুন।
আবেদন করতে এখানে ক্লিক করুন
কোম্পানি সম্পর্কে কিছু তথ্য
আপনাদের স্বার্থে কোম্পানি সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হলো।
আগামী হল ইউনাইটেড স্টেট এর নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার প্রসার করা। আগামী সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করে পাশাপাশি আগামী ফাউন্ডেশন প্রতিবছর বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করে থাকে।
যেমন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত শিক্ষা দানের জন্য যথাযথ প্রশিক্ষণ। এরকম আরো অনেক কর্মসূচি।
আরো পড়ুন:আপনার ফোন হ্যাক হওয়ার আগে এই কাজ গুলো অবশ্যই করে রাখুন।
পদবি সম্পর্কে কিছু তথ্য
যারা এইচ আর অথবা এডমিন ম্যানেজার পদে কাজ সম্পর্কে জানেন না তাদের জন্য কিছুই সংক্ষিপ্ত তথ্য দেওয়া হল।
বেসরকারি চাকরির মধ্য একজন এইচআর বা এডমিন ম্যানেজার পদের চাকরি খুবই সম্মানের।
HR এর পুরো অর্থ Human resource ।
সাধারণত একজন এইচআর এর কাজ হলো বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ লোকবল নিয়োগ দেওয়া।
এবং একজন এডমিন ম্যানেজারের কাজ হল একটি প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের সকল কাজের তদারকি করা অথবা প্রশাসন বিভাগ সুন্দর ভাবে পরিচালনা করা।
কম্পানির ওয়েবসাইট:https://www.agami.org/
কম্পানির ঠিকানা:
35/C Lake Circus, Kalabagan, Dhaka-1205
অথবা,
৩৫/সি লেক সার্কাস, কলাবাগান,ঢাকা-১২০৫
আরো পড়ুন:
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন চাকরির সার্কুলার প্রকাশ করা হয়।তাই সাথে যুক্ত থাকুন।
ধন্যবাদ
Tag's: Job circular 2024, Private Job circular,
x