Nokia mobile Phones. Nokia mobile Phones in Bangladesh

Nokia phones 


আসসালামু আলাইকুম।

সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে ব্লগটি আমাদের সবার আবেগ নোকিয়া ফোনকে নিয়ে। এ পোস্টে আমরা জানবো নোকিয়া ফোনের ইতিহাস, নোকিয়া ফোন, নোকিয়া স্মার্টফোন গুলো সম্পর্কে।


Nokia Phones







Nokia phone


মোবাইল ফোন ব্যবহার করেছে কিন্তু নোকিয়ার নাম শুনেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। নোকিয়া নামটা শুনতে অনেকের মনে ভেসে ওঠে সেই বাটন ফোনের কথা যে ফোন দিয়ে সাপ খেলা যেত। এই মোবাইলটি বিক্রির এমন রেকর্ড করেছিল যা পরবর্তীতে কেউ এ রেকর্ড ভাঙতে পারেনি।একসময় মোবাইল মার্কেটে দাপিয়ে বেড়ানো নোকিয়া তার সবটুকু হারিয়ে ফেলেছিল। সুনাম,খ্যাতি,যশ। এখন ধীরে ধীরে আবার মাথা নাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।


নোকিয়া ফোন কেন হারিয়ে গিয়েছিল?



Nokia phones

স্মার্টফোন বাজারে আসার পর নোকিয়া তার অপারেটিং সিস্টেম দিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে পাল্লা দিতে পারেনি। আর এটাই ছিল নোকিয়া সবথেকে বড় ভুল। এই ভুলের মাশুল দিতে হয়েছিল যখন মাইক্রোসফট কোম্পানি নোকিয়াকে কিনে নেই। কিছু বছর নোকিয়ার কোন নাম শোনা না গেলেও। বর্তমানে নোকিয়া অ্যান্ড্রয়েড অফারেটিং সিস্টেম দিয়ে স্মার্ট ফোন এবং বাটন ফোন বাজারে লঞ্চ করছে। ধীরে ধীরে নকিয়া মাথা নাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।


বর্তমানে সময়ের সাথে পাল্লা দিয়ে নোকিয়া তাদের নতুন নতুন ফোন লঞ্চ করছে। এসব ফোনগুলো স্পেসিফিকেশন, এবং কোয়ালিটি যথেষ্ট উন্নত মানের। তেমনি কিছু অসাধারণ ফোন নিয়ে আজকে আলোচনা করা হয়েছে তাহলে চলুন দেখে নেয়া যাক নোকিয়ার কিছু অ্যান্ড্রয়েড এবং বাটন ফোন।



Some Nokia phones 

Nokia C210


এই ফোনগুলো ছাড়াও নোকিয়ার আরো অনেক মোবাইল ফোন মার্কেটে রয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিক ফোনগুলো দেখার চেষ্টা করেছি। এই ফোনগুলো স্পেসিফিকেশন। একি বাজেটে অন্যান্য ফোনের সাথে তাল মিলাতে পারছে। কিন্তু নোকিয়া কে তার আগের জায়গায় ফিরে আসতে হলে 
 বর্তমান বাজার এবং মানুষের আগ্রহের দিকে গুরুত্ব দিতে হবে। একটা স্মার্ট ফোন থেকে মানুষ কি চাই সেটা জানতে হবে। এবং স্মার্টফোনের ভেরিয়েন্ট গুলো আকর্ষণীয় করতে হবে। নোকিয়া থেকে আরো জোরদার  গুরুত্ব দিতে হবে।

শেষ কথা 
মোবাইল ফোন প্রেমী হিসেবে আমরা সবাই মন থেকে চাই নোকিয়া তার আগের স্থানে ফিরে আসুক। নতুন নতুন অসাধারণ ফোন দিয়ে আমাদের মনে জায়গা করে নেক।
এবং কম দামে ভালো ভালো ফোন আমাদের মাঝে নিয়ে আসুক। তাহলে আমরা নোকিয়ার সার্ভিস ভালোভাবে ব্যবহার করতে পারব। যদি বেশি দামে ফোন নিয়ে আসে তাহলে সে ফোন সবাই ব্যবহার করতে পারবে না। এবং নোকিয়া তার আগের জায়গাতে ফিরে যেতে পারবে না। অন্যান্য ফোনের সাথে পাল্লা দিয়ে নোকিয়াকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে হয়তো এক সময় নোকিয়া তার হারিয়ে যাওয়া সম্মান মর্যাদা ফিরে পেতে পারে।
আমরা চাই নোকিয়া তার হারানো মর্যাদা ফিরে পাক।

Tags
Nokia phone, Nokia Phones in Bangladesh, Nokia mobile Phones,




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.