Nokia phones
আসসালামু আলাইকুম।
সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে ব্লগটি আমাদের সবার আবেগ নোকিয়া ফোনকে নিয়ে। এ পোস্টে আমরা জানবো নোকিয়া ফোনের ইতিহাস, নোকিয়া ফোন, নোকিয়া স্মার্টফোন গুলো সম্পর্কে।
Nokia phone
মোবাইল ফোন ব্যবহার করেছে কিন্তু নোকিয়ার নাম শুনেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। নোকিয়া নামটা শুনতে অনেকের মনে ভেসে ওঠে সেই বাটন ফোনের কথা যে ফোন দিয়ে সাপ খেলা যেত। এই মোবাইলটি বিক্রির এমন রেকর্ড করেছিল যা পরবর্তীতে কেউ এ রেকর্ড ভাঙতে পারেনি।একসময় মোবাইল মার্কেটে দাপিয়ে বেড়ানো নোকিয়া তার সবটুকু হারিয়ে ফেলেছিল। সুনাম,খ্যাতি,যশ। এখন ধীরে ধীরে আবার মাথা নাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
নোকিয়া ফোন কেন হারিয়ে গিয়েছিল?
স্মার্টফোন বাজারে আসার পর নোকিয়া তার অপারেটিং সিস্টেম দিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে পাল্লা দিতে পারেনি। আর এটাই ছিল নোকিয়া সবথেকে বড় ভুল। এই ভুলের মাশুল দিতে হয়েছিল যখন মাইক্রোসফট কোম্পানি নোকিয়াকে কিনে নেই। কিছু বছর নোকিয়ার কোন নাম শোনা না গেলেও। বর্তমানে নোকিয়া অ্যান্ড্রয়েড অফারেটিং সিস্টেম দিয়ে স্মার্ট ফোন এবং বাটন ফোন বাজারে লঞ্চ করছে। ধীরে ধীরে নকিয়া মাথা নাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
বর্তমানে সময়ের সাথে পাল্লা দিয়ে নোকিয়া তাদের নতুন নতুন ফোন লঞ্চ করছে। এসব ফোনগুলো স্পেসিফিকেশন, এবং কোয়ালিটি যথেষ্ট উন্নত মানের। তেমনি কিছু অসাধারণ ফোন নিয়ে আজকে আলোচনা করা হয়েছে তাহলে চলুন দেখে নেয়া যাক নোকিয়ার কিছু অ্যান্ড্রয়েড এবং বাটন ফোন।
Some Nokia phones
Nokia C210
Nokia G310
Nokia 150 (2023)
Nokia130 (2023)
Nokia G42
Nokia C300
Nokia C110
Nokia 110 4G (2023)
Nokia 110 (2023)
Nokia 106 4G (2023)
Nokia 106 (2023)
Nokia 105 4G (2023)
Nokia 105 (2023)
Nokia XR21
Nokia C12 Plus
Nokia C12 Pro
Nokia C32
Nokia C22
Nokia G22
Nokia C02
Nokia C12
Nokia 2780 Flip
Nokia X30
Nokia G100
Nokia G60
Nokia C31
Nokia T21
Nokia G400
Nokia 110 (2022)
Nokia 8210 4G
Nokia 5710 XpressAudio
Nokia 2760 Flip
Nokia 2660 Flip
Nokia T10
Nokia G11 Plus
Nokia C200
Nokia C100
Nokia C21 Plus
Nokia C21
Nokia 105+ (2022)
Nokia 105 (2022)
Nokia C2 2nd Edition
Nokia G11
Nokia G21
Nokia X100
Nokia G300
Nokia T20
Nokia G50
Nokia XR20
Nokia C30
বর্তমান বাজার এবং মানুষের আগ্রহের দিকে গুরুত্ব দিতে হবে। একটা স্মার্ট ফোন থেকে মানুষ কি চাই সেটা জানতে হবে। এবং স্মার্টফোনের ভেরিয়েন্ট গুলো আকর্ষণীয় করতে হবে। নোকিয়া থেকে আরো জোরদার গুরুত্ব দিতে হবে।