Title :Teletalk sim price in Bangladesh
টেলিটক সিম কিনতে কত টাকা লাগে?
টেলিটক হল বাংলাদেশের নিজস্ব সিম। এছাড়া অন্যান্য যে সিম কোম্পানিগুলো রয়েছে যেমন বাংলালিংক,গ্রামীণ, রবি,এয়ারটেল এগুলো কোনটিই বাংলাদেশের নিজস্ব সিম না। আমরা হয়তো অনেকেই টেলিটক সিম ব্যবহার করতে চাই কিন্তু এই সিম কিনতে কত টাকা প্রয়োজন তা জানি না। অথবা এই সিম কিনতে কি কি প্রয়োজন তা জানি না। টেলিটক সিম কিনতে কি কি ডকুমেন্ট প্রয়োজন, টেলিটক সিমের দাম, টেলিটক সিমের কলরেট, টেলিটক সিমের সেরা অফার, টেলিটক সিম কোথা থেকে কিনবেন এইসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই পোস্টে। তাই পোস্টটি মনোযোগ পড়বেন। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
টেলিটক সিম বাংলাদেশের হওয়ায় এই সিম দিয়ে আপনি অন্যান্য যে কোন সিমের থেকে কম রেটে কথা বলতে পারবেন। এবং অন্যান্য যে কোন সিমের তুলনায় এই সিমে ইন্টারনেটের দাম অনেক কম। আপনি টেলিটক সিমে বিশ টাকা রিচার্জ করে যতক্ষণ কথা বলতে পারবেন অন্যান্য অপারেটর সিম দিয়ে তার অর্ধেক কথাও বলতে পারবেন না। তাই যারা জানে তারা টেলিটক সিম ব্যবহার করে। টেলিটক সিমের নাম্বার 015 দিয়ে শুরু হয়। টেলিটক সিমের 4G কভারেজ তুলনামূলক কম থাকার কারণে অনেকেই এই সিমটি ব্যবহার করতে চান না। কিন্তু সম্প্রতি বাংলালিংক এর সাথে টেলিটকের একটি চুক্তি সম্পাদন হয়েছে যেখানে টেলিটক বাংলালিংকের নেটওয়ার্ক টাওয়ার গুলো ব্যবহার করতে পারবে। তাই আপনারা চাইলে এখন টেলিটক সিম ব্যবহার করতে পারেন।
টেলিটকের কতটি সিম রয়েছে?
টেলিটকে মোট পাঁচ ধরনের প্যাকেজের সিম রয়েছে। এগুলো হলো:
১) টেলিটক শতবর্ষ প্যাকেজ
২)টেলিটক স্বাধীন প্যাকেজ
৩)টেলিটক বর্ণমালা প্যাকেজ
৪)টেলিটক আগামী প্যাকেজ
৫)টেলিটক অপরাজিতা প্যাকেজ
এই পাঁচটি প্যাকেজের মধ্য টেলিটক শতবর্ষ প্যাকেজ এবং টেলিটক স্বাধীন প্যাকেজ সবাই ব্যবহার করতে পারে।
কিন্তু বর্ণমালা আগামী অপরাজিতা এ প্যাকেজগুলো শিক্ষার্থীদের জন্য। কোন সিম কিনতে কত টাকা প্রয়োজন এবং কি কি দরকার এগুলো নিয়ে আলোচনা করা হলো।
শতবর্ষ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টেলিটক শতবর্ষ প্যাকেজ চালু করে। এ প্যাকেজটি অল্প সময়ের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে। এই প্যাকেজটি কিনার জন্য আপনাকে ১০০ টাকা রিচার্জ করতে হবে। সিমের দাম ফ্রি। ১০০ টাকা রিচার্জ করলে আপনি পাবেন ১০০ টাকা মোবাইল রিচার্জ 100 মিনিট। ১০০ এসএমএস, এবং দুই জিবি ইন্টারনেট একদম ফ্রি। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা গুলো রয়েছে এগুলো হল ৪৭ পয়সা/মিনিট।১০ সেকেন্ড পালস্।
ইংরেজিতে মেসেজ করার জন্য ২৫ পয়সা। এবং বাংলায় মেসেজ করার জন্য ৫০ পয়সা রেট।
এই অসাধারণ সিমটি আপনি পেয়ে যাবেন আপনার নিকটতম কোন টেলিটক কাস্টমার কেয়ারে। অথবা অনেক সময় টেলিটক মেলা হয় বিভিন্ন টেলিটক শপে। আপনারা শতবর্ষ সিম পেয়ে যাবেন।
READ MORE:জিমেইলের জায়গা খালি করুন এক ক্লিকে।
স্বাধীন
"এবার স্বাধীন মনে কথা হবে আমাদের ফোনে!" এই স্লোগান নিয়ে টেলিটকের স্বাধীন প্যাকেজের যাত্রা শুরু হয়। দারুন সব অফার নিয়ে এই সিমটি সবার মাঝে উন্মুক্ত করা হয়। এই সিমটি সবাইকে ব্যবহার করতে পারবে। সিমটি কিনার জন্য আপনার প্রয়োজন আপনার ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফটোকপি বা অরজিনাল কপি। এবং আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন। সহজ পন্থা অবলম্বন করে আপনি সিম টি কিনতে পারবেন।
দুর্দান্ত এই সিমটি অফার করছে। ৭১ জিবি পর্যন্ত ফ্রি ডাটা ২০ টি এফএনএফ। এবং এক সেকেন্ড পালস। এই সিমটি কিনার জন্য আপনার খরচ হবে ১৫০ টাকা।(সকল চার্জ অন্তর্ভুক্ত)
এবং সিমটি কিনার পর আপনার সিমে থাকবে ১ জিবি ইন্টারনেট/৫ জিবি ইন্টারনেট। ৫ টাকা ব্যালেন্স ৯০ পয়সা ভয়েস।
ইংরেজিতে মেসেজ করতে খরচ হবে ২৫ পয়সা এবং বাংলায় খরচ হবে ৫০ পয়সা।
বর্ণমালা
কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে অসাধারণ অফার নিয়ে যাত্রা শুরু করে টেলিটক বর্ণমালা প্যাকেজ। শুধুমাত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে। এই সিমটি কিনার জন্য আপনাকে আপনার এসএসসি পরীক্ষার রোল, বোর্ড, এবং পাশের বছর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তুমি মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত তারিখের মধ্যে আপনি টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিমটি সংগ্রহ করতে পারবেন।
এই সিমের অফার গুলো হল। ৪৫ পয়সা/ মিনিট দিন রাত ২৪ ঘন্টা. এক পয়সা পালস সেকেন্ড।
ইংরেজিতে মেসেজ করতে খরচ হবে ২৫ পয়সা। এবং বাংলালিংকে মেসেজ করতে করা যাবে ৫০ পয়সা। (যে কোন অপারেটরে)
সিমটি কিনার জন্য খরচ হবে ১০০ টাকা। ৫০ টাকা রিচার্জ করতে হবে।
মোট ১৫০ টাকা
৫০ টাকা রিচার্জ করার পর আপনার সিমে থাকবে ৫০ টাকা, ৫০ মিনিট, এসএমএস ৫০ টি, এবং 5gb ইন্টারনেট। মেয়াদ ৩০ দিন।
এছাড়া টেলিটক বর্ণমালা প্যাকেজের অন্যতম আরেকটি অফার হলো। আপনি ৩০ টাকা রিচার্জ করলে আপনার একাউন্টে ৩০ টাকা থাকবে সাথে আরো ৩০ এমবি, 30 মিনিট, এবং ৩০ টি মেসেজ বোনাস পাবেন।
আগামী
মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বা মেধাবী শিক্ষার্থীদের কম খরচে সেবা দেওয়ার জন্য টেলিটক আগামী প্যাকেজটি যাত্রা শুরু করে। যারা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ/GPA 5 পেয়ে থাকে তারা এ প্যাকেজটি ব্যবহার করতে পারবে। এ প্যাকেজটি সর্বসাধারণের জন্য নয়।
এই সিমটি কিনার জন্য আপনাকে আপনার এসএসসি পরীক্ষার রোল, বোর্ড, এবং পাশের বছর দিয়ে মেসেজ সেন্ড করতে হবে। এবং সেটি অবশ্যই টেলিটক নাম্বার থেকে।
ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত তারিখের মধ্যে আপনি কাস্টমার কেয়ার থেকে সিমটি সংগ্রহ করতে পারবেন। এবং আপনাকে একটি ওটিপি কোড দেওয়া হবে।
এই সিমটি কেনার জন্য আপনাকে ১০০ টাকা খরচ করতে হবে। এবং ৫০ টাকা রিচার্জ করতে হবে।
মোট ১৫০ টাকা।
এই সিমের প্যাকেজ বর্ণমালা প্যাকেজের সাথে মিল রয়েছে।
অপরাজিতা
কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টেলিটকের সুবিধা দেওয়ার জন্য চালু করা হয় টেলিটক অপরাজিতা প্যাকেজ। এই প্যাকেজটি শুধুমাত্র ছাত্রীর ব্যবহার করতে পারবে। এ প্যাকেজটি ব্যবহার করার জন্য টেলিটক বর্ণমালা এবং টেলিটক আগামী প্যাকেজের মত আপনাকে আপনার এসএসসি পরীক্ষার রোল, বোর্ড, এবং পাশের বছর দিয়ে এসএমএস পাঠাতে হবে। এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে কত তারিখের মধ্যে আপনি সিমটি কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন।
সিমের মূল্য ১০০ টাকা।
৫০ টাকা রিচার্জ।
মোট ১৫০ টাকা।
এ সিমের অফার গুলো হল।
৪৭ পয়সা/ মিনিট।
এক সেকেন্ড পালস।
এসএমএস পঁচিশ পয়সা ইংরেজি। বাংলায় ৫০ পয়সা। যেকোনো অপারেটরে।
টেলিটক সিম কেনার শর্তাবলী
১)অবশ্যই আপনাকে ১৮ বছরের উপরে হতে হবে।
২) প্রতিটি সিম কেনার জন্য আপনার নিজস্ব আইডি কার্ড বা স্মার্ট কার্ড প্রয়োজন হবে।
৩) আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন করতে হবে।
৪) কোন অন্যায় কাজে সিম ব্যবহার করা যাবে না।
শেষ কথা
টেলিটক আমাদের নিজস্ব সিম আমাদের দেশের সিম। তাই এই সিমটি আমাদের ব্যবহার করা প্রয়োজন। তাহলে দেশের টাকা দেশে থাকবে। বর্তমান সময়ে সবকিছুর দাম বৃদ্ধির সাথে সাথে ইন্টারনেট ও ভয়েস কলের দাম ও বৃদ্ধি পেয়েছে। সকল সিমের তুলনায় বর্তমানে টেলিটক সিমে ইন্টারনেটের দাম কম রয়েছে।
আপনি এখানে ২৮৩ টাকা খরচ করে 30 জিবি ইন্টারনেট কিনতে পারবেন মেয়াদ ৩০ দিন। আচ্ছা অন্য কোন অপারেটর সিমে পাবেন না।
এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই পোস্টটি থেকে আপনার যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।
MORE:মোবাইল,কম্পিউটার দিয়ে অনলাইন থেকে সহজে আয় করার উপায়